শিবগঞ্জে দেউলী  ইউপি  চেয়ারম্যানের ওপর  হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে  মানববন্ধন

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:১৭ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৬, ২০:০১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ জানুয়ারী) বেলা ১১ টায় দেউলী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্যবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এ  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব  হেলাল উদ্দিন,  ইউপি   সদস্য সুজা মিয়া, মেহেদী হাসান খোকন,মোঃ খলিল মিয়া, শাপলা বেগম,মোছাঃ মিনু বেগম, দেউলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃমোজাহারুল ইসলাম দুলা, বিএনপি নেতা  শাহ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর এর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।বক্তারা আরও বলেন, জাহাঙ্গীর আলম একজন জনপ্রিয় ও দায়িত্বশীল জনপ্রতিনিধি। তাঁর ওপর হামলার ঘটনায় দেউলী ইউনিয়নের সাধারণ মানুষ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত