পুঠিয়ায় ধান ব্যবসায়ীর পৌনে ৬ লাখ টাকা ছিনতাই
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:২০ | আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ২০:০১
রাজশাহীর পুঠিয়ায় এক ধান ব্যবসায়ী পৌনে ৬ লক্ষ টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার তাহেরপুর মেইন রোডের সরগাছি পেট্রোল পাম্পের দক্ষিনে। ওই ধান ব্যবসায়ীর নাম আলহাজ মো: নজরুল ইসলাম নজু। তার বাড়ি পুঠিয়ার ধোয়াপাড়া গ্রামেতে। তিনি জানান,সোমবার ফজরের নামাজ কালাম পড়ে তার নিজ বাড়ি থেকে ভাতিজার সাথে মোটরবাইক যোগে তাহেরপুর হাটে আসার পথে তাহেরপুর টু পুঠিয়া মেইন সড়কে অবস্থিত তাহেরপুর পেট্রোল পাম্পের দক্ষিনে সরগাছি কালভাটের কাছে ছিনতাইকারীরা তার মোটরবাইকের পথরোধে করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তার ভাতিজা প্রতিহত করার চেষ্টা করলে ছিনতাইকারীরা ভাতিজির হাতে কুপ মেরে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে দুর্গাপুর রোড দিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ধান কেনার জন্য নগদ ৫ লাখ ৫৩ হাজার টাকা ছিল। এব্যাপারে পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য,তাহেরপুর টু পুঠিয়া মেইন সড়কে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রহস্য জনক ভাবে ঘুমিয়ে রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত