তাসকিনের ওয়ানডে উইকেটের সেঞ্চুরি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১০:৪২ | আপডেট : ২ এপ্রিল ২০২৫, ১৭:৫০

বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার ব্যাটার চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন টাইগার ডানহাতি এই পেস বোলার।
শুক্রবার চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে তাসকিনের উইকেট সংখ্যা ছিল ৯৮টি। ম্যাচে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই পেসার।
তাসকিনের আগে বাংলাদেশের সাত বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন- সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মোস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদি হাসান মিরাজ (১০৩)।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত