ঢাকায় আসছে না আর্জেন্টিনা, যুক্ত হচ্ছে জাপান আর উগান্ডা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১১:৫৫ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫

২৬ মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ কাবাডির চতুর্থ আসর। এবার নেই গতবারের আলোচিত দেশ আর্জেন্টিনা। ইংল্যান্ড আর চাইনিজ তাইপেও আসছে না। তবে, ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের তৃতীয় দল দক্ষিণ কোরিয়া আসছে এশিয়ার আলোচিত এই টুর্নামেন্টে। যুক্ত হচ্ছে জাপান আর উগান্ডাও। পল্টন নয়, এবার মিরপুরে হবে ৯ দিনের আসর।

২০২১ সাল থেকে নিয়মিত বঙ্গবন্ধু কাপ কাবাডি। যা এশিয়া ছাড়িয়ে আলোচিত বিশ্বজুড়ে। বছর ঘুরে এবার চতুর্থ আসর। মার্চে হওয়ার কথা থাকলেও এবার মেতে শুরু হচ্ছে ১২ দলের আসর।

স্বাগতিক বাংলাদেশের সঙ্গে কেনিয়া, ইরাক, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও পোল্যান্ড পুরোনো নাম। নতুন করে যুক্ত হচ্ছে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের তৃতীয় দেশ দক্ষিণ কোরিয়া, সঙ্গে জাপান ও উগান্ডা। গত আসর থেকে নেই আর্জেন্টিনা, ইংল্যান্ড ও চাইনিজ তাইপে।

বঙ্গবন্ধু কাপ কাবাডি ২০২৪ প্রধান সমন্বয়ক এস এম নেওয়াজ সোহাগ বলেন, শেষ বছর আমরা তাদের (আর্জেন্টিনা) এনেছিলাম। সবকিছু মিলিয়ে আসলে বাজেটও একটা ব্যাপার। এটা হয়তো আমরা মিনিমাইজ করতে পারতাম। আর্জেন্টিনা আসবে না এরকম না। হয়ত এ বছর হয়নি, আগামীবার হবে। কারণ তারাও কন্টিনিউ প্র্যাকটিস করছে। 

পাকিস্তানের সঙ্গে আলোচনা অনেকদূর গড়িয়েছিল, কিন্তু এবার আসছে না ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের চতুর্থ দেশটি।

এবার ভেন্যুও বদলে যাচ্ছে। টানা তিন আসর পল্টনে ভলিবল আর কাবাডি স্টেডিয়ামে হয়েছে। কিন্তু এবার, মিরপুর সোহরাওয়ার্দী ইনডোরে ২৬ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে বঙ্গবন্ধু কাপের চতুর্থ আসর।

২৩ ও ২৪ মে ঢাকা আসবে ১১ দেশের খেলোয়াড়। বাংলাদেশ দলসহ সবার আবাসন ঢাকা রিজেন্সি। ২৫ মে সেখানেই ট্রফি উন্মোচন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত