টেপামধুপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবারের মাঝে আরডিআরএস এর সহায়তা 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৮ নভেম্বর ২০২১, ১৯:০৭ |  আপডেট  : ৫ মে ২০২৪, ০১:৫৭

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুরে আরডিআরএস বাংলাদেশ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে জরুরি সাহায্য’ প্রকল্পের অধীনে নগদ ৩ লাখ টাকা ও হাইজিন কিট গত সোমবার বিকালে বিতরণ করে।

প্রধান অতিথি হিসেবে সহায়তা প্রদান করেন সহকারী কমিশিনার (ভুমি) মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম ও সমাজসেবা কর্র্মকর্তা সামিউল আলম,প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ-এর ঊর্ধ্বতন সমন্বয়কারী (কৃষি ও পরিবেশ) মামুনুর রশীদ, সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশন্স) আশাফা সেলিম, কাউনিয়া উপজেলা ম্যানেজার হাফিজুর রহমান সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরডিআরএস বাংলাদেশ দাতাসংস্থা ইউকে ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহায়তায় ‘রংপুর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সাহায্য’ প্রকল্পের আওতায় কাউনিয়ার টেপামধুপুর ইউপির ৫ ও ৬ নং ওয়ার্ডের চর গনাই, গনাই, বিশ্বনাথ, হায়বৎখাঁ ও টাবু হায়বৎখাঁ গ্রামে ৩০০টি পরিবারকে প্যাকেজ ত্রাণ সহায়তা প্রদান করে। ত্রাণ সহায়তার মাঝে ছিল নগদ ৩ হাজার টাকা ও একটি হাইজিন কিট, গোসল করা সাবান লা·/ডেটল ১০টি, হুইল ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রামের প্যাকেট ৩টি, ১৫ পিসের সেনোরা স্যানিটারি ন্যাপকিন প্যাকেট ১টি, ঢাকনাসহ প্লাস্টিক হ্যান্ড ওয়াশিং ডিভাইস ১টি, প্লাস্টিক মগ ১টি, ডিসপোজ্যাবল সার্জিকেল মাস্ক ৫০টি ও সচেতনতামূলক প্রচারপত্র ২ পাতা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত