জোই সালড্যানা এখন সর্বোচ্চ ব্যবসাসফল নায়িকা, কৃতজ্ঞতা নির্মাতাদের প্রতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৪:১৪
মুক্তির পর গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ আসে ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমা ঘিরে। তবে সব সমালোচনা ছাপিয়ে সিনেমাটি দূরন্ত গতিতে ব্যবসা করে চলেছে। আর সিনেমাটি করে ইতিহাস গড়েছেন আমেরিকান অভিনেত্রী জো সালদানা।অস্কারজয়ী সালদানাকে এখন সবচেয়ে ব্যবসাসফল অভিনয়শিল্পী হিসেবে তুলে ধরেছে ভ্যারাইটি।
কারণ ৪৭ বছর বয়সি সালদানা অভিনীত চারটি সিনেমা ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এছাড়া সর্বকালের তিনটি সর্বোচ্চ আয়কারী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সালদানা অভিনীত সিনেমাগুলোর সম্মিলিত ‘বৈশ্বিক আয় এখন ১৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলার’।
সালদানা কাজ করেছেন জেমস ক্যামেরনের পরিচালিত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’ সিনেমার তিনটিতেই।সেগুলোর মধ্যে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছাড়াও ২০০৯ সালে মুক্তি পায় ‘অ্যাভাটার’; ২০২২ সালে আসে প্রথমটির সিক্যুয়েল ‘অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার’।
২ বিলিয়নের ঘর পেরুনো সালদানার বাকি দুই সিনেমার মধ্যে আছে ২০১৮ সালের ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
রেকর্ড গড়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী।তিনি বলেন, তার এই সাফল্য এটি এমন একটি অর্জন যা অসাধারণ ফ্রাঞ্চাইজি এবং সবার সহযোগিতার কারণে সম্ভব হয়েছে।
সালদানা বলেন, “যেসব পরিচালক আমার ওপর বিশ্বাস রেখেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। এমন হতে পারে, হয়ত তারা আমার মধ্যে এমন কিছু দেখেছেন যা আমার জানা নেই। সব দর্শকদের ধন্যবাদ।”
সালদানার কথায় দর্শকরা যদি উৎসাহ নিয়ে প্রেক্ষাগৃহে না আসতেন তাহলে এই ইতিহাস তৈরি সম্ভব না।“এই অর্জন আমাদের সবার এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং অত্যন্ত সম্মানিত।”
২০২৪ সাল পর্যন্ত সালদানার সিনেমাগুলোর মোট আয় ছিল ১৪ বিলিয়ন ডলারের বেশি। তখন তিনি স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল জ্যাকসনের পর তৃতীয় স্থানে ছিলেন।
কিন্তু ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ একাই আয় করেছে ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার। যা সালদানাকে শীর্ষে নিয়ে গেছে।
২০২৫ সাল সালদানার জন্য একটি স্মরণীয় বছর। ফেলে আসা বছরে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় অস্কার জেতেন। তাতে তিনিই প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী, যিনি অস্কার জিতেছেন।
জাক অদিয়ার পরিচালিত ‘এমিলিয়া পেরেজ’ কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়। এরপর সালদানার ঝুলিতে এছে স্যাগ অ্যাওয়ার্ড, বাফটা, গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত