নন্দীগ্রামে গণভোট বিষয়ে প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ২০:৪৩ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৮

বগুড়ার নন্দীগ্রামে গণভোট বিষয়ে কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভিন, ইদ্রিস আলী প্রামাণিক, মহেশ চন্দ্র দেবনাথ ও দেবাশীষ কুমার কুন্ড। সভায় প্রধান শিক্ষকগণকে গণভোট বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে নন্দীগ্রাম উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত