উত্তরায় নিরাপত্তারক্ষীর শটগান ছিনতাই, আরও একজনকে অপহরণের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:০১ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:০২
রাজধানীর উত্তরায় বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত মাহবুব (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে সঙ্গে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর দুর্বৃত্তরা একজনকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
শটগান ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার এসআই কামরুল ইসলাম। তিনি খবর পেয়ে গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থলে যান। এসআই জানান, রাতে ৫-৭ জন এসে দায়িত্বরত এলিট ফোর্সের এক নিরাপত্তারক্ষীকে মারধর করে তার কাছে থাকা শটগানটি নিয়ে যায়। তবে অপহরণের কথা নিশ্চিত করেননি তিনি।
পুলিশ জানায়, অস্ত্র ছিনতাইয়ে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অন্ধকারের কারণে এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, পাশাপাশি এই ঘটনায় আদৌ কেউ অপহৃত হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত