লৌহজংয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় আবদুস সালাম আজাদ
লৌহজং বাসী তাঁর কাছে লৌহজং বাসী হিসাবেই পরিচিত, কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু বিবেচনায় নয়
লৌহজং প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ২১:০৯ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৮
আজ মশদগাও রাধাগোবিন্দ ও কালী মন্দিরে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ২ আসনের এমপি প্রার্থী এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিপ্লব সাহার সঞ্চালনায় উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীন সাংবাদিক অলক কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ সিং অমিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ গোবিন্দ চন্দ্র দাস, ঢাকা মহানগর দক্ষিণের হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচীব শ্রী কৃষ্ণ দাস, উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সন্জীব মন্ডল তুষার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে এই লৌহজং বাসী তাঁর কাছে লৌহজং বাসী হিসাবেই পরিচিত, কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু বিবেচনায় নয়। এলাকার সনাতনধর্মি মানুষদের নির্ভয়ে নিশ্চিন্তে বসবাস করার জন্য তার দল ও তিনি নিজে পাশে থাকবেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মালো, সাংগঠনিক সম্পাদক মহাদেব রায়, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ সরকার , যুব ঐক্য পরিষদের সহ সভাপতি সুমন কুমার মল্লিক যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল কুমার দাস প্রমূখ।

- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত