শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  কৌশিক মন্ডল

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ২০:১২ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকাল ৪ টায় শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের হাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। 

এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।দোয়া মাহফিল শেষে স্থানীয়দের মাঝে তবারক বিতরণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মোঃ ফরহাদ হোসেন বলেন, দেশের সার্বভৌমত্ব ও দেশের গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া সংগ্রাম করে গেছেন। তাই মানুষের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত