গজারিয়ায় গরম বিলেট মাথায় পড়ে শ্রমিক নিহত ‎ ‎

  মুন্সীগঞ্জ প্রতিনিধি ‎

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৩:৪১ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:২৯

‎মুন্সীগঞ্জের গজারিয়ায় গরম বিলেট (রড উৎপাদনের মধ্যবর্তী কাঁচামাল) মাথায় পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

‎শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি ওই কারখানার প্রোডাকশন বিভাগে কাজ করতেন।

‎শ্রমিকরা জানান, শুক্রবার রাতে নাইট শিফটে কাজ করছিলেন মোহাম্মদ আলী। হঠাৎ অসাবধনতাবশত গরম বিলেট মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

‎গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য মন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত