কালকিনিতে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

  শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১৫:৩৩ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:২১

মাদারীপুরের কালকিনিতে আসন্ন ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। কালকিনি উপজেলার সিডিখানে বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কালকিনির সিডিখান ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে সকালে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী চাঁনমিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় শতাধিক ককটেল ও হাতবোমা বিম্ফোরণ হয়। এতে আহত হয় অন্তত ২০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।  

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল ১১ নভেম্বর কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত