এইচএসসি’র টেস্ট পরীক্ষা স্থগিত
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১৫:০৪ | আপডেট : ৯ নভেম্বর ২০২৫, ১৯:৪২
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার টেস্ট (নির্বাচনি) পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। রবিবার (৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’’
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত