অপু বিশ্বাস কার কার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৪, ১১:৩৪ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯

কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে থানায় অভিযোগ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এতে ৩৪টি ফেসবুক পেজের নাম ও লিংক উল্লেখ করেছেন তিনি। এরমধ্যে ‘‌বুবলী’ নামের ফেসবুক পেজ রয়েছে ৬টি। 

গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন অপু বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা। 

জিডি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফেসবুক পেজের তালিকার শুরুতে যে নামটি উল্লেখ করেছেন—তা হচ্ছে ‘বুবলী ফ্যান’। ‘‌বুবলী’ নামের বাকী ফেসবুক পেজগুলো হচ্ছে—‘বুবলী ইউনিভার্স’, ‘বুবলী এসবি’, ‘শবনম বুবলী ফ্যানস’, ‘বিউটি কুইন বুবলী’ ও ‘সবনম বুবলীর সাপোর্টাস’।

তাছাড়া ৩৪টি ফেসবুক পেজের মধ্যে অন্যগুলো হচ্ছে—‘সীমান্ত ০০৫’, ‘ভাইরাল নিউজ বাই তমা’, ‘৫ টিভি বাংলা’, ‘রাহিদ রবিবিডি’, ‘ওয়াসিম আহমেদ’, ‘দৃষ্টি’, ‘দিলরুবা আসমা ব্লগ’, ‘খান নিশিতা’, ‘বাংলা সিনেমা পাড়া’, ‘হোসাইন খান’, ‘সিনেগল্প উইথ তানিয়া’, ‘আহমেদ রিয়াদ’, ‘তানু আফা’, ‘টুয়েন্টি ফাইভ স্টার গসিফ, ‘কে ই এস টিভি’, ‘ইটস আরআইআই’, ‘লাইফ অব দৃষ্টি’, ‘লাবণী ভ্লগ উইথ রূপা’, ‘ঢালিউড জগৎ’, ‘রঙিন ঘুড়ি বাই সংগীতা’, ‘সিনে গল্প’, ‘জান্নাতির করচা’, ‘যে লাউ সে কদু’ এবং ‘এ২ ডেড বিডি এন্টারটেইনমেন্ট বাই ক্রিটিক ফ্রম জার্মানি’। 

অপু বিশ্বাস তার দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, উল্লেখিত ফেসবুক পেজে তার পোশাক নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এমনকি তার পরিবারের সদস্যদের স্থির চিত্র ব্যবহার করেও বাজে মন্তব্য করা হয়েছে। এ ধরনের পোস্ট ও কুরুচিপূর্ণ কাজকর্মের কারণে তিনি সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত