১৫ বছর পর এবার এফএ কাপের শিরোপা জিতলো লিভারপুল
প্রকাশ: ১৫ মে ২০২২, ০৯:৪৬ | আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩৬
অলরেডসরা সর্বশেষ এফএ কাপের শিরোপ জিতেছিল ২০০৬ সালে। এরপর অপেক্ষা করতে হয়েছে ১৫ বছরের বেশি সময়। ওয়েম্বলিতের আজকের (১৪ মে) রাতটা কেবল ইয়ুর্গেন ক্লপের লিভারপুলেরই হয়েছে। দলটি ফাইনালে টমাস টুখেলের চেলসিকে টাইব্রেকারে হারিয়েছে ৬-৫ গোলে।
চলতি মৌসুমে এটা লিভারপুলের দ্বিতীয় শিরোপা জয়। এর আগে কারাবাও কাপে এই চেলসিকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র থাকার পর অতিরিক্ত সময়েও হয়নি কোনো গোল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে এদিন নিজেদের দ্বিতীয় শটেই বারপোস্টে লাগিয়ে মিস করেন অধিনায়ক সিজার আজপিলিকুয়েতা। তবে লিভারপুলের হয়ে মানের নেয়া শেষ শট ফিরিয়ে চেলসিকে ম্যাচে রাখেন মেন্ডি। এরপর সাডেন ডেথের দ্বিতীয় শট মিস করেন মাউন্ট। লিভারপুলের বদলি খেলোয়াড় কস্তানতিনোস সিমিকাস অবশ্য কোনো ভুল করেননি। জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচেও এদিন কিছুটা এগিয়েছিল লিভারপুল। মোট ১৭টি শট নেয় দলটি। তবে এরমধ্যে লক্ষ্যে ছিল মাত্র ২টি। অন্যদিকে ১০টি শট নিয়েই ২টি লক্ষ্যে রাখে চেলসি। তবে লড়াইটা এক অর্থে হয়েছে সেয়ানে সেয়ানেই। দুই দলেরই গোল করার দারুণ কিছু সুযোগ ছিল।
অবশ্য বারপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে নির্ধারিত সময়েই জয় পেতে পারতো লিভারপুল। ম্যাচের শেষ দিকে এক মিনিটের ব্যবধানে দুইবার বারপোস্টে লেগে ফিরে আসে বল। ৮৩তম মিনিটে লুইস দিয়াজের শট বাড়ে লেগে বেরিয়ে যাওয়ার পরের মিনিটে অ্যান্ডি রবার্টসনের শটও প্রতিহত হয় বারপোস্টে। তবে বারপোস্ট বাধা হয়ে দাঁড়ায় চেলসির ক্ষেত্রেও। দ্বিতীয়ার্ধেই তৃতীয় মিনিটে ফ্রি কিক থেকে নেওয়া মার্কোস আলনসোর শট বারপোস্টে লেগে ফিরে আসে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত