মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়িতে ককটেল হামলা
লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের এক সমর্থকের বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ শে ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় কামরুজ্জামান রতনের সমর্থক মো. জাকির জমাদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, স্থানীয় বিএনপি নেতা জাকির জমাদারের বাড়িতে রাত সাড়ে ১১টার দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জাকির জমাদারের বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের পক্ষে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে এই ককটেল হামলা চালিয়েছে।
জাকির জমাদার জানান, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা বেপারী বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি নেতাকর্মীরাও। আর বিএনপি নেতা দাবী করা জাকির জমাদারের দলের কোনো পদে নেই।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত