পঞ্চগড়ে জমি সংক্রান্ত মামলার আসামিকে পুলিশে ধরে দিলো জনগন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ২০:৪৫
জমি সংক্রান্ত ঘটনার জেরে ওয়ারেন্ট ভূক্ত আসামিকে আটক করলেন বাদীর লোকজন।ঘটনাটি ঘটেছে, শনিবার (২৭ডিসেম্বর) পঞ্চগড় সদর থানার অমরখানা ইউনিয়নের ঠুটাপুখুরি নামক এলাকায়।মামলা ও বাদী পক্ষের অভিযোগ সূত্রের ভিত্তিতে জানা যায়, ওই অমরখানা ইউনিয়নে গত ১৩ ডিসেম্বর জমি সংক্রান্ত ঘটনায় বোয়ালমারি এলাকায় বাদী-বিবাদী পক্ষের মধ্যে সংঘটিত মারপিটের ঘটনায় বাদী পক্ষের লোকজনকে বেদম প্রহার করে বিবাদী পক্ষের লোকজন।
এ ঘটনায় বাদী পক্ষের বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে মেডিকেলে কলেজে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেন। মামলা নং-৫৮, তারিখ-১৪/১২/২৫। বিবাদপূর্ণ জমির পরিমান ৪৭ একর।এ ঘটনায় ঠুটাপুখুরী গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
ঘটনা সংঘটিত হওয়ার পরেও পুলিশ আসামি না ধরায় শনিবার মামলায় অভিযুক্ত আসামিকে আটক করে।বাদি পক্ষের অভিযোগ সকাল ১০ টার দিকে তাকে আটক করার পর থানা পুলিশকে খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে না গিয়ে নানা অজুহাতে টালবাহানা করতে থাকে। তারা আরো জানায়, আঘাতপ্রাপ্ত হয়ে বেঁেচ যাওয়ার পরে বিবাদি পক্ষ তাদের বিরুদ্ধে একটি মিথ্যা কাউন্টার মামলা করে।
তদন্তকারি কর্মকর্তা উপপুলিশ পরির্দশক বেলাল হোসেন মোটা অঙ্কের উৎকোচ নিয়ে আসামি ধরা থেকে বিরত ছিল। তবে এ অভিযোগ তিনি নাকোচ করেন।
সরজমিনে গেলে বাদী পক্ষরা জানান, আমিনার রহমানকে আটক করার পর পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন উল্টো তাদের ধমক দেয়।বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে বিকেল সাড়ে চারটার দিকে পঞ্চগড় সদর থানার সার্কেল এসপি শইমি ইমতিয়াজ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুলইসলাম সহ পুলিশের একটি টিম আটক আমিনার রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুঠোফোনে ওসি শরিফুল ইসলাম জানান আটক আমিনার রহমানকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এসময় সদর সার্কেল স্থানীয়দের উদ্দেশ্যে বলেন. পলাতক সব আসামি আটক করা হবে। তারা কোর্টে গিয়ে জামিন নিলে নিতে পারে। আমরা এ বিষয়ে কোন আসামি ছাড় দিবোনা।
এসময় স্থানীয় জনগন ও মামলার বাদী পক্ষের লোকজন এ সময় বিচার চেয়ে নানা রকম শ্লোগান দিয়ে দাবী জানায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত