জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহাবুব এর মনোনয়নপত্র জমা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০০ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীরগাছা উজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুবর রহমান রবিবার মনোনয়ন জমা দিয়েছেন।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পাপিয়া সুলতানা এর কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজিজুল ইসলাম মাষ্টার, সাবেক সম্পাদক মিনহাজুর রহমান হেনা, বর্তমান সভাপতি এ্যাডঃ শাহিন সরকার, সাধারন সম্পাদক মোশারফ হোসেন সহ শতশত নেতা কর্মী উপস্থিত ছিলেন। কাউনিয়া বালিকা বিদ্যালয় মাঠে জাপা প্রার্থী লাঙ্গল প্রতীকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত