সিরাজদিখান লতব্দী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০২ |  আপডেট  : ১৬ মে ২০২৫, ০৬:০৯

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারী) দুপুর ১টায় লতব্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে এবং সিরাজদিখান উপজেলা যুবলীগ আহব্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম দিপুর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ জেলা আওয়ামমীলীগ যুগ্ম -সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম,মুন্সিগঞ্জ জেলা যুবলীগ সহ-সম্পাদক আরিফুর রহমান মিন্টু, মোঃ জাকির হোসেন মাদবর, নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ কামাল হোসেন মাদবর, মোঃ সামসুদ্দিন খাঁন, দেলোয়ার হোসেন দিলু,মোঃ শরীফ হোসেন মাসুদ,মোঃ জাকির হোসেন খান, আব্দুর রহমান,মোঃ জামাল হোসেন খন্দকার, মোঃ আনোয়ার হোসেন,আব্দুল্লাহ আল মামুন,সাথী বেগম,জিন্নাতুন নেছা,তাসলীমা খাতুনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের ফুল দিয়ে বরণ করে নেন  লতব্দী ইউপি সচিব মোঃ সাহাবদ্দিন আহম্মেদ (শাওন) । এসময় ইউনিয়নের বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।


 অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্য করে চেয়ারম্যান হাফেজ ফজলুল হক বলেন, আপনারা ভোটের মাধ্যমে আমাকে যে সম্মান দিয়েছেন, দোয়া করবেন তা যেন রক্ষা করতে পারি এবং এলাকার উন্নয়নে পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেছেন,আমি শাসক নই, সেবক হয়ে জনগণের পাশে থাকতে চাই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত