অভিযোগ অসত্য— বহিষ্কারাদেশ প্রত্যাহার, দায়িত্বে ফিরলেন রনি
-হিমাদ্রি শেখর কেশব
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৬ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৫০
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বরগুনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনিকে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় তদন্তে অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় তার পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) বিএনপির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে রনির বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়—কেন্দ্রীয় তদন্ত কমিটি অভিযোগ যাচাই–বাছাই করে দেখতে পায়, মেহেদী হাসান রনির বিরুদ্ধে আনা অভিযোগ ‘অসত্য ও ভিত্তিহীন’। দলীয় নীতিমালা অনুযায়ী ন্যায়সংগত কারণ বিবেচনায় পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় ছাত্রদলের প্রাথমিক পদে দায়িত্ব পালন করতে পারবেন।
অফিসিয়াল নির্দেশনায় আরও বলা হয়, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে বিএনপি স্বচ্ছতা, ন্যায়নীতি ও যথাযথ যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। পূর্বের সিদ্ধান্তে ‘ভুল বোঝাবুঝি ও তথ্যগত অসংগতির’ কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা সংশোধন করতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের অবহিত করার নির্দেশও দেওয়া হয়।
পুনর্বহালের পর রনিকে দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হয়ে সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যায়ের কর্মীরা। তাদের মতে, “তদন্ত ছাড়া কাউকে দায়ী না করায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের ন্যায়নীতি আরও স্পষ্ট হলো।”
দলীয় সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে শুদ্ধি অভিযান, যাচাই–বাছাই ও নীতিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত রেখেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত