নন্দীগ্রামে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৭ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ২০:০৬
কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও বোরো মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধি করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার নন্দীগ্রামে ১৬৫০জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ প্রণোদনা কর্মসূচির ধান বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
২০২৫-২৬ অর্থবছরে বোরো উফশী ও হাইব্রিড ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে এই উপজেলার ১৬০০জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে উফশী বোরো ধানের বীজ ও সার এবং ৫০জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ ও সার বিতরণ হয়। প্রতিজন কৃষককে নির্ধারিত হারে উন্নতমানের ধান বীজ, ডিএপি ও এমওপি সার দেওয়া হয়।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ কৃষকরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত