দেশ ও জাতির কল্যাণে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

  নাজমুল হুদা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪৪ |  আপডেট  : ২৫ নভেম্বর ২০২৫, ২০:০২

বগুড়ার নন্দীগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ও শিশু  অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশে নারী নেতাকর্মীদের ব্যাপক সাড়া দেখা গেছে। এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য উপবৃত্তি চালু করে নারী শিক্ষার পথ সুগম করেছিলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যেই নারীর ক্ষমতায়নের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে এর সুফল পায় দেশের জনগণ। 

সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, নারীরা এখন আর দর্শক নয়, তারা দেশের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র ও অধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়ন। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড চালু করবে। যার মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল ও লবণসহ নিত্যপণ্য ক্রয় করা সম্ভব হবে। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমান বানু, সাধারণ সম্পাদক নাজমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রহিমা খাতুন মেরী। সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিএনপি, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্নস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। সমাবেশে দুপুর থেকেই নন্দীগ্রাম পৌর এলাকা ও পাঁচটি ইউনিয়ন থেকে নারীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। ধীরে ধীরে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত