সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে আরও এক জয়ের দেখা পেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:২৪ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪৭
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে আরও এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করে সাবিনা খাতুনের দল। সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। টুর্নামেন্টে এই নিয়ে তিন ম্যাচে ৪ গোলের দেখা পেলেন বাংলাদেশের অধিনায়ক। প্রথম ম্যাচে জোড়া এবং পরের দুই ম্যাচেও একটি করে গোল করেন তিনি।
ম্যাচের দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রাণী সরকার। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে দূর থেকে শটে বল জালে জড়ান তিনি। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ করে। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন লিপি আক্তার।
ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দারুণভাবে জোরালো শট নেন লিপি। পরে নেপালের আক্রমণ গোলরক্ষক ঝিলি দারুণ দক্ষতায় ঠেকান।
এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট বাংলাদেশের। ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। নেপালকে হারানোয় শিরোপা জয়ের পথে ভালোভাবেই টিকে আছে সাবিনা-মাসুরারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত