আদমদীঘিতে মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:১৯ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:২৪
বগুড়ার আদমদীঘিতে এক ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীর পুকুরে বিষ দিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের খানপাড়ায় ঘটনাটি ঘটে। রবিবার দুপুরে সাকায়েত হোসেন সবুজ নামের ভুক্তভোগী ওই ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, ওই গ্রামের পেয়ার আহম্মেদের ছেলে সাকায়েত হোসেন সবুজ প্রায় এক যুগ ধরে বেশ কয়েকটি পুকুরে কাতলা, সিলভার, বø্যাক কার্প, বাটা, জাপানি ও টেংরাসহ দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাতে কে বা কারা তাঁর তিন বিঘার একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলে। শনিবার সকাল ৮টায় তিনি পুকুরে গিয়ে মাছগুলো ভাসতে দেখেন। এতে প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত