বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ

মাদারীপুরে ৩৩ কেভির খুঁটির যন্ত্রাংশ চুরি

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:১১ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:২৪

মাদারীপুরে ৩৩ কেভির খুঁটির যন্ত্রাংশ চুরি, বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ।ঘটনাস্থল পরিদর্শন করেন ওজোপাডিকোর মাদারীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ, সহকারী প্রকৌশলী গোপাল চন্দ্র ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির ও রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাদারীপুরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৩৩ হাজার বিদ্যুৎ ভোল্টের টাওয়ারের স্টিলের খুঁটির যন্ত্রাংশ চুরি করে নিয়েছে চোরচক্র।

রোববার বেলা দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ২নং শকুনী মৌজার আলী কাজী সড়কে ঘটে এ ঘটনা। এরই মধ্যে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, ভেঙে গেলে বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ।

ওজোপাডিকোর মাদারীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ জানান, দিনদুপুরে স্টিলের খুঁটি চুরি করে নিয়ে গেছে চোরচক্র। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরচক্র। টাওয়ারের ৪টি খুঁটির ২টি খুলে নিয়ে গেছে। এতে খুঁটি ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের খুঁটির যন্ত্রাংশ চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত