সিইসির সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
ইসির পক্ষপাতমূলক আচরণ পরিহার করতে হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪১ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:২৪
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে পক্ষপাত মূলক আচরণ সম্পূর্ণ পরিহার করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (১৮ জানুয়ারি ) বিকেলে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ফখরুল বলেন, অনেক ক্ষেত্রে আমরা দেখছি নির্বাচন কমিশন একটি বিশেষ দলের হয়ে কাজ করছে। যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
বিএনপির প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মুহাম্মদ জকরিয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত