শ্রীনগরে ষোলঘর ইউনিয়নে সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে একদিনে ৫টি ওয়ার্ড সভা
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:১০ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৯:৪২
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে একদিনে ৫টি ওয়ার্ড সভা করেছেন আজিজুল চেয়ারম্যান।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে সর্বোচ্চ ভোটে পূনরায় নির্বাচিত হয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি প্রতিনিয়ত এ-সব ওয়ার্ড সভা করে যাচ্ছেন ।
শপথ গ্রহনের পর থেকে বিভিন্ন ওয়ার্ড সভায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে ষোলঘড় ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে জনগণকে রাষ্ট্রের আদর্শ নাগরিক হওয়ার আহবান জানান। পাশাপাশি জগনের সুখ দুঃখ, এলাকার রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, মসজিদ মাদ্রাসা স্কুল ও মন্দিরসহ নানা সমস্যার কথা জনগনের মুখ থেকে ধৈর্য্য সহকারে শোনেন।
তিনি সমাজ থেকে অন্যায় অবিচার এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে জনগনকে ঐক্য রদ্ধ হওয়ারও নির্দেশ দেন। ছেলে মেয়েদের প্রতি নজরদারি রাখার জন্য প্রত্যেক অভিভাবককে খেয়াল রাখতে বলেন যাতে তারা বিপথগামী না-হয়।
প্রতিনিয়ত এ সব ওয়ার্ড সভা করার সার্থকতা সম্পর্কে জানতে চাইলে আজিজুল চেয়ারম্যান বলেন, আমি স্থানীয় সরকার প্রতিনিধি । জনগণ আমাকে ভোট দিয়েছেন তাদের আশাআকাঙ্ক্ষা পুরনের জন্য। আর সরকার আমাকে শপথ পাঠ করিয়ছেন, এলাকা , জনগন তথা রাষ্ট্রের উন্নয়নে সরকারের প্রতিনিধি হিসেবে গুরু দায়িত্ব পালন করা।
৫টি ওয়ার্ড সভায় চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি স্বপন রায় , ষোলঘড় ইউনিয়ন পরিষদের সচিব হরিনারায়ণ মন্ডল , ইউ, পি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল খান, আশ্রাফ আলী, ফরিদা আক্তার , মজিবর রহমান, ইয়ানুছ, বিল্লাল , সুমন ও রোমেল মেম্বার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত