শ্রীনগরে চেয়ারম্যান পদে নির্বাচিত আওয়ামী লীগের ৫ ও স্বতন্ত্র ৯
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ২৩:১৫ | আপডেট : ৮ অক্টোবর ২০২৪, ১২:৫৩
শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের ৫ ও স্বতন্ত্র প্রার্থী ৯ জন। স্বতন্ত্র ৯ জনের মধ্যে ৭ জন আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করেন।
শ্রীনগর উপজেলায় ১৪টি ইউনিয়ন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন বাড়ৈখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন, হাঁসাড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মোঃ সোলায়মান খান, বীরতারা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র [বিকল্পধারা] গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু,ষোলঘর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলহাজ¦ আজিজুল ইসলাম, শ্রীনগর ইউনিয়নে ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র [বিএনপি[ তাজুল ইসলাম, শ্যামসিদ্ধি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র [আওয়ামী লীগের বিদ্রোহী] নাজির হোসেন, বাঘড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) আবু নাসের তানজিল, ভাগ্যকুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, রাঢ়ীখাল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল বারেক খান বারী, কোলাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) রফিকুল ইসলাম বাবু,পাটাভোগ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মুন খান, আটপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ফজলুর রহমান, তন্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী(আওয়ামী লীগের বিদ্রোহী) আলী আকবর, কুকুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) বাবুল হোসেন বাবু।
শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, উপজেলার ১৪ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত