পঞ্চগড়ে নির্বাচনী আচরণ বিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২০:০৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট তফশিল ঘোষনার পর শুক্ররবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণ বিধি নিয়ে এক কর্মশালা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে কর্মশালা ও মত বিনিময় সভায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম রবি
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মূখ্যসংগঠক ও পঞ্চগড়-১ আসনের এনসিপির মনোনীত প্রার্থী (শাপলা প্রতীক) সারজিস আলম এ সময় উপস্থিত ছিলেন।ওই কর্মশালা ও মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইকবাল হোসাইন,পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমির এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট রিনা পারভীন সহ বিএনপির নেতৃবৃন্দ।এছাড়া পঞ্চগড়- ২ আসনের জাসদের মনোনীত প্রার্থী ইমরান আল আমিন ও উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত