গুলিবিদ্ধ ওসমান হাদিকে বাঁচাতে রক্তের ব্যবস্থা করল সেনাবাহিনী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:০১ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২০:৪০
রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বাঁচাতে রক্তের ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্র জানায়, চিকিৎসকরা জানিয়েছেন ওসমান হাদির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার জরুরি রক্ত প্রয়োজন। সেনাবাহিনী এরইমধ্যে রক্তের ব্যবস্থা করেছে।
এর আগে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তার ব্যক্তিগত ফেসবুক পেইজের এক পোস্টে বলা হয়, শরিফ ওসমান হাদী ভাইয়ের জন্য "বি নেগেটিভ" (B-ve) ব্লাড প্রয়োজন ঢাকা মেডিকেল কলেজে।
এর আগে, আজ জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয় ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাকে পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। তার বাম কানের পাশে গুলি লেগেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত