সম্প্রীতির বন্ধনে আমরা সবাই থাকতে চাই-আবু তাহের

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৭

বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) এলাকার আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সবাই মিলে আমরা সমৃদ্ধ স¤প্রতির বন্ধনে থাকতে চাই। আমরা সামাজিকজীব আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। মন্দির কিংবা মসজিদ যেখানেই প্রার্থনা করা হোক না কেন ঘুরে ফিরে সৃষ্টিকর্তাকেই স্মরন করা হয়। সৃষ্টিকর্তা তো এক জনই হয় আর তিনিতো সবার। আসুন আমরা সবাই কাঁধে কাঁধে মিলে ঐক্যবন্ধ হয়ে দুর্নীতি মুক্ত আগামীর দিনের সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সবাই মনে রাখতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একে অপরের বন্ধু। গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। বিভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সুভায় চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের আমির ইদ্রিস আলী, হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তফা আহম্মেদ নাইডু, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রশিদুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী যুব বিভাগ এর সভাপতি আহসান হাবিব তুহিন, সহ-সভাপতি রুহুল আমিন, সেক্রেটারী বেলায়েত হোসেন, ৩নং ওর্য়াড জামায়াতের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত