আদমদীঘি হানাদার মুক্তদিবস উপলক্ষ্যে প্রেসক্লাবে আলোচনা সভা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৮

বগুড়ার আদমদীঘি উপজেলা হানাদার মুক্তদিবস উপলক্ষে এলাকার বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে আদমদীঘি প্রেসক্লাবে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও প্রেসক্লাব সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা দিন গুলোর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, আবু তাহের, হাতেম আলী, পুলিশ সদস্য (অব:) আব্দুল আলিম, তহির উদ্দিন, মনসুর রহমান, ফজলুর রহমান ফেরদৌস, আবেদ আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য (অব:) কাবিল উদ্দিন, হৃদয় চন্দ্র বর্মন, হাবিল উদ্দিন, আমজাদ হোসেন, মজনুর রহমান, সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত