ঐশ্বরিয়া রাইকে নিয়ে আবারও ভক্তদের চমকে দিলেন রজনীকান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৫০

তামিল সুপারস্টার রজনীকান্ত আবারও ভক্তদের চমকে দিলেন। ১৯৯৯ সালের তার আইকনিক সিনেমা ‘পদযাপ্পা’র পুনরায় মুক্তির ঘোষণা দিতে গিয়েই এই জনপ্রিয় অভিনেতা জানালেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে নিয়ে নতুন তথ্য। জানালেন ‘পদযাপ্পা’ সিনেমার নীলাম্বরীর চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল রাম্যা কৃষ্ণনকে নয়, বরং বলিউডের তারকা ঐশ্বরিয়া রাইকে।

ইয়ন থেকে জানা যায়, রজনীকান্ত জানান পদযাপ্পা দলের তীব্র ইচ্ছা ছিল নীলাম্বরী চরিত্রে ঐশ্বরিয়াকে কাস্ট করার। তিনি বলেন, আমরা চাচ্ছিলাম নীলাম্বরীর চরিত্রে ঐশ্বরিয়া রাই অভিনয় করুক। অনেক চেষ্টা করে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি রাজি হলে ২–৩ বছর অপেক্ষা করতেও আমার অসুবিধা ছিল না, কারণ চরিত্রটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল।

ঐশ্বরিয়া সিনেমাটি করতে বারণ করার পর নির্মাতারা আরও বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রীর কথা ভাবেন। রজনীকান্ত বলেন, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতসহ অনেকের নাম বিবেচনায় ছিল। আমরা চাইছিলাম চোখের দৃষ্টিতে এমন শক্তি, এমন অহংকার থাকুক যা নীলাম্বরীকে পূর্ণ করবে। শেষ পর্যন্ত পরিচালক রবিকুমারই রাম্যা কৃষ্ণনের নাম প্রস্তাব করেন। ভক্তদের জন্য আরও সুখবর জানিয়ে রজনীকান্ত নিশ্চিত করেছেন, পদযাপ্পা’র সিক্যুয়েল নির্মাণাধীন। সিনেমার নাম হবে ‘নীলাম্বরী: পদযাপ্পা টু’। এই সিনেমায় প্রথম অংশ থেকে শুরু হবে।

অন্যদিনে, রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই একসঙ্গে কাজ করেছেন ২০১০ সালে মুক্তি পাওয়া এস. শংকর পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘রোবট’ সিনেমায়। এই সিনেমায় রজনীকান্ত দ্বৈত ভূমিকায় অভিনয় করেন বিজ্ঞানী বাসেগারন ও অ্যান্ড্রয়েড রোবট চিট্টি চরিত্রে। ঐশ্বরিয়া ছিলেন তার সহ-অভিনেত্রী। ভিএফএক্স, গল্প ও অভিনয়ের জন্য সিনেমাটি ভারতীয় সিনেমায় প্রযুক্তিগত বিপ্লব এনেছিল।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ‘পদযাপ্পা’ পরিচালনা করেছিলেন কে. এস. রবিকুমার। রজনীকান্ত, রাম্যা কৃষ্ণন, সৌন্দর্যা ও শিবাজী গণেশন অভিনীত এই সিনেমা ছিল সেই বছরের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা। রজনীকান্তের ৭৫তম জন্মদিন উপলক্ষে সিনেমাটি নতুন করে নির্মাণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত