শ্রীনগরে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ: ২ জুন ২০২২, ১৯:২২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:০৭
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগরের নির্মাণাধীন স্টেডিয়ামের উত্তরপূর্ব ডুমুর গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবক(৩৫) এর লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার(২ জুন) সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার নির্মাণাধীন স্টেডিয়ামের উত্তরপূর্ব ডুমুর গাছের থেকে এ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এক ব্যাক্তি নাম প্রকাশে অনিচ্ছুক স্টেডিয়ামের কোনে ডুমুর গাছের সাথে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। তবে মৃত ওই যুবকের কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে শনাক্তর জন্য শ্রীনগর থানায় রাখা হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। পরিচয় ও মৃত্যূর কারণ নির্ণয় প্রক্রিয়াধীন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত