শ্রমিক দল নেতা হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মাদারীপুরে সংবাদ সম্মেলন 

  এসআর শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৫৫ |  আপডেট  : ১২ এপ্রিল ২০২৫, ২৩:৩৬

মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শ্রমিক নেতা শাকিল হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের  দাবীতে শনিবার  ১২ এপ্রিল সকাল সাড়ে ১১ টায়  মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের আয়োজনে এবং জেলা বিএনপি নেতা সান্টু খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহত শাকিল মুন্সীর বড় ভাই হাসান মুন্সী এবং শাকিল মুন্সীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস।  এ সময় তারা অবিলম্বে নিহত শাকিল মুন্সীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে দাবীতে তারেক রহমান এর হস্তক্ষেপ কামণা করেন। 

উল্লেখ্য গত ২৩ মার্চ রাতে নতুন মাদারীপুর এলাকায় সন্তাসীরা অতর্কিতভাবে শ্রমিক দল সদর উপজেলার সভাপতি শাকিল মুন্সী কে কুপিয়ে হত্যা করা হয়। এ মামলায় এ পর্যন্ত ৮ জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহীনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত