পঞ্চগড়ে গনধর্ষণ মামলায় ৬ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৯:০৬ | আপডেট : ৩০ মে ২০২৫, ০৩:৫৭

পঞ্চগড়ে গণধর্ষণ মামলায় ৬ জন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ সহ অর্থদণ্ড প্রদান করেছেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।গতকাল বুধবার (২৮ মে) ট্রাইব্যুনালের বিচারক মো.মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন। ওই রায়ে প্রত্যেক আসামীকে আরো এক লাখ টাকা করে জরিমানা করেছেন। অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশের রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা আসামীরা হলেন;আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারীর সাইফুল ইসলাম (৫১), আমিনুল ইসলাম (৩০) নজরুল ইসলাম (৩৬) ওঅমর চন্দ্র (৩৮)এবং ফতেহপুর এলাকার সবুজ আলী (৩৩)।অপরদিকে মামলার আরেক আসামি রাজু ইসলাম (১৭) কিশোর হওয়ায় এর বিচার শিশু আদালতে চলমান থাকায় তার বিষয়ে এখনো রায় ঘোষণা করা হয়নি।রায়কৃত আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ আগস্ট দশম শ্রেণির এক স্কুলছাত্রী তার প্রেমিক হাসান আলী তাকে পঞ্চগড় শহরে আসেন। পরে হাসান ও রাজু তাকে মোটরসাইকেলে করে আটোয়ারী উপজেলার একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে দুজন তাকে ধর্ষণ করেন। ঘটনাটি দেখতে পায় স্থানীয় আরও ৫ ব্যক্তি। তারা ঘটনাস্থলে এগিয়ে গেলে হাসান ও রাজু পালিয়ে যায়। এরপর ওই ৫ জন মিলে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে যায়।
ঘটনার একপর্যায়ে স্থানীয়রা ধর্ষিত মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর পরদিন তার বাবা ৭ জনকে আসামি করে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ বিচারক প্রক্রিয়ায় আদালত এ রায় ঘোষনা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট জাকির হোসেন জানান, এ মামলায় আমরা সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট।অপরদিকে আসামীগনের পক্ষে এ্যাডভোকেটসো হেল রানা জানান, আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো"।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত