গাবতলী মহিলা কলেজের একাডেমী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৯:১৫ |  আপডেট  : ৩০ মে ২০২৫, ০১:৫৫

২৮শে মে২৫ বুধবার বগুড়ার গাবতলী মহিলা কলেজের ৪তলা ভিত বিশিষ্ট একাডেমী ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এ উপলক্ষে হলরুমে  কলেজের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ড. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি এবং কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী এবং সরকারি অধ্যাপক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, অত্র কলেজের সাবেক সভাপতি ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক সুলতানা বিদৌরা, বিদ্যুৎসাহী সদস্য আনোয়ার হোসেন, অভিভাবক সদস্য আপেল মাহমুদ, আব্দুল গফুর শাহ। আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুর রহিম, প্রভাষক হামিদুর রহমান শিলু সহ অত্র কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত