পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের হাতে অনুদানের চেক বিতরণ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:১৩ |  আপডেট  : ৩০ মে ২০২৫, ০২:৩৯

পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থানে আহত ‘ সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের হাতে অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সেমিনার কক্ষে আহতদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক  সাবেত আলী। এসময় সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড সুবীর সাহা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান সান, জুলাই ওয়ারিয়রস এর নেতা মাসুদ হোসেন বক্তব্য রাখেন। পরে ২৮ জন জুলাই যোদ্ধার প্রত্যেকের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত