জামালপুরে ট্রেনে কাটাপড়ে যুবকের মৃত্যু

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:২৪ | আপডেট : ৩০ মে ২০২৫, ০৪:২২

জামালপুর সদর উপজেলার মাছিমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারুফ (২৪) নামের এক যুবক মারা গেছে। মঙ্গলবার (২৭ মে) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ জামালপুর পৌরসভার মাছিমপুর এলাকার মিন্টু মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে মারুফ ঘর থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার কোনো খোঁজ পাননি। বুধবার (২৮মে) সকালে বাড়ির কাছেই রেললাইনের পাশে মারুফের দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
স্থানীয়দের ধারণা, ঠান্ডা হাওয়ার কারণে মারুফ রেললাইনের পাশে বসেছিলেন এবং সেখানে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে জামালপুর রেলওয়ে স্টেশনগামী কোনো ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত