তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের স্রোত সামাল দেওয়া যাচ্ছে না, দফায় দফায় হাতাহাতি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৫:০১ | আপডেট : ৩০ মে ২০২৫, ০৪:৩২

নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের স্রোত সামাল দিতে পারছেন না স্বেচ্ছাসেবকরা। এতে করে দফায় দফায় মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন নেতাকর্মীরা। মূলত বসার জায়গা নিয়ে কথা কাটাকাটি বা আগে-পরে রাস্তা পারাপার নিয়ে একাধিকবার মারামারিতে লিপ্ত হয়েছে কয়েকটি গ্রুপ। একে অপরকে কিল-ঘুষি দেন। অবশ্য পরে আবার তাদের বিভেদ মিটিয়ে দিচ্ছেন সিনিয়ররা।
দুপুর ১টার পর হাজার হাজার মানুষের ঢেউ সামলাতে হিমশিম খেতে হচ্ছে শৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের।
বিশেষ করে মঞ্চের বিপরীত পাশে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় কয়েকবার মারামারির ঘটনা ঘটে। ভিড়ে চাপা পড়েন নারীরা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্য নেই। স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন দায়সারাভাবে।
যদিও স্বেচ্ছাসেবকদের দাবি এত বড় সমাবেশে এমন পরিস্থিতি হওয়া স্বাভাবিক।
উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত