শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ |  আপডেট  : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭

জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ২৮৬ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে নিষেধাজ্ঞার আদেশ দেন।

এর আগে আজই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ৯ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত।

মামলার তথ্য থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘জয় বাংলা ব্রিগেড’-এর এক বৈঠকে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে গৃহযুদ্ধের ঘোষণা দেয়া হয়। বৈঠকে দেশ-বিদেশ থেকে ৫৭৭ জন অংশ নেন এবং বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেয়া হবে না বলে আলোচনা করেন।

এর ভিত্তিতে সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৪ আগস্ট আদালতে ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, জয়বাংলা বিগ্রেডের সদস্য কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, আওয়ামী লীগ নেতা সাবিনা ইয়াসমিন, আজিদা পারভীন পাখি, শাহীন, অ্যাডভোকেট এএফএম দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাথ, লায়লা বানু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, রিতু আক্তার, নুরুন্নবী নিবির, সাবিনা বেগম ও শরিফুল ইসলাম রমজান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত