পঞ্চগড়ে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই যুবক খরিদ্দার সহ ৫ জন গ্রেপ্তার

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫ |  আপডেট  : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০

পঞ্চগড়ে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই যুবক খরিদ্দার সহ ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।  বৃহষ্পতিবার গভীর রাতে তাদের শহরের স্টেডিয়াম এলাকায় একটি বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পঞ্চগড় সদর থানা সূত্রে জানা যায়,  স্টেডিয়াম এলাকার জনৈক সানোয়ার হোসেনের  বাড়ী ভাড়া নিয়ে এ ব্যবসা চলে আসছিল।  জেলার দেবীগঞ্জ উপজেলার আব্দুল বাসেত নামে এক নারী ব্যবসায়ী ওই বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে দেহ নারীদের নিয়ে এসে  দেহব্যবসা চালিয়ে আসছিল। 

 ঘটনাক্রমে বিষয়টি জানাজানির হলে গোপন সংবাদের ভিত্তিতে  পঞ্চগড় থানা পুলিশের একটি দল গভীর রাতে সেই বাড়িটিতে অভিযান চালায়। এসময় খরিদ্দার লাবু ইসলাম ( ২৭) ও আনিস আহামেদ (২৭) এবং দেহ ব্যবসায়ীর অন্যতম সহযোগী আব্দুল  বাসেত (৩৫) ও নারী দেহ ব্যবসায়ী পটুয়াখালীর সীমা (৩৮) ও বরিশালের কুলসুম (২৭), কে গ্রেপ্তার করা হয়। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লা-হিল - জামান ঘটনার বিষয়টি নিশ্চিত  করে জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার অতিরিক্ত চীফ জুডিয়াল আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত