আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬ | আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭

বগুড়ার আদমদীঘিতে নেশার ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কাজী রাকেশ (২১) নামের এক মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজলার সান্দিড়া পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাজী রাকেশ আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের কাজী আনোয়ারের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গত বুধবার রাতের উপজেলার সান্দিড়া পূর্বপাড়া এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করার সময় গোপন সংবাদের ভিক্তিতে থানার এসআই এন্তেজারুল হক সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তার হেফাজত থাকা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কাজী রাকেশের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত