শিল্প কারখানায় গ্যাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ২০:১১ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৬

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে শিল্প কারখানায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করেছে সরকার।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন থেকে শিল্প কারখানায় নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ চলবে। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিজ্ঞপ্তিয়ে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। এ সিদ্ধান্ত শুক্রবার (২২ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত