মুন্সীগঞ্জ-১ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আজাদ, মুন্সীগঞ্জ-৩ রতন পেলেন মনোনয়ন

মুন্সীগঞ্জে তিনটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

  লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৫, ২০:১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১, ২ ও ৩ আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। মুন্সীগঞ্জ ১ ও ৩ আসন দুটিতে পূর্ব ঘোষিত প্রার্থীকেই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হলেও পরিবর্তন করা হয়েছে মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী। মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে শেখ মো. আব্দুল্লাহ ও মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তবে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে বিএনপির পূর্ব নির্ধারিত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক, মুন্সীগঞ্জ-২ আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বুধবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত প্যাডে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তারা ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এদিকে মনোনয়ন পাওয়ার পর সালাম আজাদের কর্মী-সমর্থকরা উল্লাস প্রকাশ করছেন। অন্য দিকে মিজানুর রহমান সিনহার নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। 

দলীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-২ আসনে পূর্বঘোষিত প্রার্থী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা গুরুতর অসুস্থ হয়ে দেশের বাইরে অবস্থান করায় বিএনপির হাইকমান্ড এই সিদ্ধান্ত নেয়। এদিকে একই দিনে বুধবার বিকেলে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ানন্ত মনোনয়ন পেয়ে শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান রতন নিজ নিজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলীয় সূত্র আরও জানায়, প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ জেলায় বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি পেয়েছে। মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ জোরদার করছেন এবং প্রচারণার সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন। মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় ঐক্য অটুট রেখে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে পারলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের আসনগুলোতে ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত