শিবগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

  রশিদুর রহমান রানা, শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:০৮ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৫, ২২:৩৯

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৪ ডিসেম্বর) দুপুরে হাফিজার রহমান অডিটরিয়ামে  উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সোনাতলা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, অধ্যক্ষ মাহবুবে রফিক, আবু বক্কর সিদ্দিক, মতিউর রহমান,  প্রধান শিক্ষক আতাউর রহমান, মিকরাইল ইসলাম, শাহরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৫ জন অবসরকালীন প্রধান শিক্ষককে সংবর্ধনা ও জুলাই গ্রাফিক্স প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত