বগুড়া-৩ আসনে জামায়াত, খেলাফত মজলিস ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:০৫ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২২:৪৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নুর মোহাম্মাদ আবু তাহেরের পক্ষে হাফেজ আতোয়ার হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মাওলানা তৌহিদুল ইসলাম (তুহিন) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় মাওলানা তৌহিদুল ইসলাম (তুহিন) নিজেই আদমদীঘি সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের নিকট থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহেরের পক্ষে আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলার জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বগুড়া-৩ আসনের আসন পরিচালক হাফেজ আব্দুন নূর, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমীর ওমর আলী, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ ইউনুছ আলী ও মাওলানা তরিকুল ইসলাম। অপরদিকে খেলাফত মজলিসের উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি হহাফেজ মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আবু দারদা মারুফ তাছিকুল ইসলাম। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পাটি (লাঙ্গল) মনোনীত এমপি প্রার্থী আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি শাহিনুল ইসলাম (শাহিন) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি নিজেই আদমদীঘি সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমন, পৌর জাপার সভাপতি আব্দুল লতিফ, জাপা নেতা আবু রায়হান, সাবেক ছাত্র নেতা শিবলি আহমেদ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত