মুন্সীগঞ্জে মুক্তারপুরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:০১ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:১৭
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার (এ,এম, এন্টারপ্রাইজ) শুভ উদ্বোধন করা হয়েছে।আজ ২৪ শে ডিসেম্বর রোজ বুধবার বিকেল ৪ ঘটিকার সময় সদর উপজেলার পঞ্চসারের পেট্রোল পাম্প সংলগ্ন লায়লা প্লাজায় ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ,এম এন্টারপ্রাইজ এজেন্ট শাখার উদ্বোধন ঘোষনা করেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার এন্ড রিজিওনাল হেড, ডাচ্-বাংলা ব্যাংক, এজেন্ট ব্যাংকিং ঢাকা-১ মোঃ তানভীর আহম্মেদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ডাচ্-বাংলা ব্যাংক, মুন্সীগঞ্জ ব্রাঞ্চ এস.এ.ভি.পি এন্ড ম্যানেজার এ.কে.এম ফজলুল হক ।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, এ,এম, এন্টারপ্রাইজ এজেন্ট শাখার স্বত্বাধিকারী মানিক হোসেন, মাস্টার এজেন্ট বশির উদ্দিন আহমেদ, এরিয়া ম্যানেজার মোহাম্মদ বেলায়েত হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোঃ ইমরান হোসেন , আফরোজা আক্তার, রিয়া আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে তার বক্তব্যে বলেন ‘ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এমন একটি ব্যাংক সিস্টেম, যা অনলাইন পদ্ধতিতে মানুষের দোড়গোড়ায় ইতিমধ্যেই পৌঁছে গেছে, আগে যেভাবে মানুষের কষ্টে উপার্জিত অর্থ প্রতারনা ও বিভিন্ন ভাবে হারিয়ে ফেলতো, সেখান থেকে গ্রাহককে ডাচ বাংলা ব্যাংক নিশ্চিত ভাবে লেনদেনের মাধ্যমে যুগযোপযোগী সেবা প্রদান করে যাচ্ছে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত