পঞ্চগড়ে ইয়াবাসহ একজন আটক

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬

পঞ্চগড়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো রাবারের ভেতরে লুকানো ইয়াবার চালানসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।বুধবার( ২৪ ডিসেম্ববর) বিকেলে পঞ্চগড় জেলা শহরে  এসএ কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ারে আসা একটি সন্দেহজনক পার্সেল তল্লাশি করা হলে রাবারের ভেতরে কৌশলে লুকানো ইয়াবা  উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা চার হাজার ৮০০ যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২০ হাজার টাকা । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত