বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শিরোনামে বক্তৃতায়

রংপুর বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কাউনিয়ার আয়শা সিদ্দিকা

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ জুন ২০২২, ২২:১৭ |  আপডেট  : ১০ মে ২০২৪, ১৪:৪৩

 জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শিরোনামে বক্তৃতায় কাউনিয়া উপজেলার ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছাঃ আয়শা সিদ্দিকা আশা উপজেলা, জেলা ও রংপুর বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের জন্য নির্বাচিত হয়েছে। 

গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে রাত ৮টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হল রুমে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অ লের পরিচালক প্রফেসর এসএম আঃ মতিন লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মোছাঃ আয়শা সিদ্দিকা আশা উপজেলার ভায়ারহাট এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক আবু বক্কর সিদ্দিক ও ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জুলেখা বেগমের কন্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়বুর রহমান জাতীয় পর্যায়ে আয়শা সিদ্দিকা কাউনিয়ার মুখ উজ্জল করবেন বলে আশা বাদী। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত